রাজ্যে আইনের শাসন ভেঙ্গে পড়েছে। আমরা যে শুধু বিরোধী দল, বিরোধিতা করার জন্য একথা বলছি তা নয়- জিতেন্দ্র চৌধুরী

নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on:  30 Jun.রাজ্যে আইনের শাসন ভেঙ্গে পড়েছে। আমরা যে শুধু বিরোধী দল, বিরোধিতা করার জন্য একথা বলছি তা নয়। রাজ্যে আইন শৃঙ্খলা থেকে শুরু করে অর্থনৈতিক কার্যকলাপ, শিক্ষা সংস্কৃতি সবকিছুই ভেঙ্গে পড়েছে। অর্থাৎ সব মিলিয়ে রাজ্যের মানুষ যাতে তাদের গনতান্ত্রিক অধিকার এবং তার দায়িত্ব পালনে আমাদের দেশের সংবিধান যে রকম ভাবে সুযোগ করে দিয়েছে, তা সুন্দর ভাবে ক্ষমতায় যে দলের সরকারই থাকুক এটা ভোগ করতে পারে আমরা সর্বদাই তা চাই। সোমবার রাজ্যে আইনের শাসন ভেঙ্গে পড়া নিয়ে প্রতিক্রিয়ায় এমনটাই জানালেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।তিনি বলেন, আমি নিশ্চিত সর্বকালে এবং এখনো রাজ্যের সংখ্যা গরিষ্ঠ মানুষ শুধু আমরা বিরোধী দলের মানুষ বলে আমরা তা বলছি না, শাসক দলের সমর্থক তাদের মধ্যেও নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠরা শান্তি, সম্প্রতি ও উন্নয়নের পক্ষে বলে তা নিয়ে আমাদের কোন সন্দেহ নেয় বলে তিনি জানান।