Contents
Sitaram Yechury Death২৫ দিনের যুদ্ধ শেষ। হাসপাতালেই প্রয়াত সীতারাম ইয়েচুরি। বয়স হয়েছিল ৭২ বছর।বৃহস্পতিবার প্রয়াত হয়েছেন সিপিআইএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি দিল্লি এইমস-এ সংকটজনক অবস্থায় ভর্তি ছিলেন।প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর সীতারাম ইয়েচুরি বর্ষীয়ান এই বাম নেতা হাসপাতালে রেসপিরেটরি সাপোর্টে রয়েছিলেন। গত ২৯ আগস্ট ফুসফুসের সমস্যা নিয়ে সীতারাম ইয়েচুরি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁর ফুসফুসে নিউমোনিয়ার সংক্রমণ ধরা পড়েছিল। প্রসঙ্গত, গত মঙ্গলবার সোশাল মিডিয়ায় সিপিআইএমের তরফে এক বিবৃতিতে দলের সাধারণ সম্পাদকের অবস্থা ‘সংকটজনক’ বলে জানানো হয়েছিল। ‘রেসপিরেটরি সাপোর্টে’ থাকার পরও বৃহস্পতিবার প্রয়াত হয়েছেন ইয়েচুরি।একইসঙ্গে বলা চলে একটি যুগের অবসান হল। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
Sitaram Yechury Death
২৫ দিনের যুদ্ধ শেষ। হাসপাতালেই প্রয়াত সীতারাম ইয়েচুরি। বয়স হয়েছিল ৭২ বছর।
