ফের চাঙ্গা শেয়ার বাজার। বৃহস্পতিবার থেকে সোমবার। মাত্র চারদিনের মধ্যেই ফের রেকর্ড উত্থান সেনসেক্স-নিফটির। সোমবার বাজার খোলার ঘণ্টা কয়েকের মধ্যেই ৭৬ হাজারের গণ্ডি পেরিয়ে যায় সেনসেক্সের সূচক। এদিন ৫০০ পয়েন্টেরও বেশি উত্থান হয়েছে সেনসেক্সে। পাশাপাশি রেকর্ড গড়ে ২৩ হাজারের গণ্ডি পেরিয়েছে নিফটিও।রবিবার বাজার খোলার পর থেকেই উর্ধ্বমুখী ছিল সেনসেক্স । বেলা দেড়টা নাগাদ দেখা যায়, ৭৬ হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছে সূচক। প্রায় ৫০০ পয়েন্ট বেড়েছিল সেনসেক্স। তবে খানিকক্ষণের মধ্যে অবশ্য এই সূচক অনেকখানি নেমে যায়। বেলা তিনটের পর থেকে একেবারেই সেনসেক্স তলানিতে এসে ঠেকে। দুপুরের দিকে ২৩ হাজারের গণ্ডি পেরয় নিফটিও । কিন্তু দিনের শেষে নিম্নমুখী সেই সূচকও। জানা যায়, আচমকাই পড়ে গিয়েছে আদানি গোষ্ঠীর শেয়ার। তার জেরেই কমেছে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক।

Leave a Comment