রাজ্যের জন্য অত্যন্ত গর্বের খবর l
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের পৌরহিত্যে স্বরাষ্ট্র মন্ত্রকের কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। এই কমিটির সভাপতি হলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই, কেন্দ্রীয় মন্ত্রী বান্দি সঞ্জয় কুমার। এছাড়াও এই কমিটির সদস্য হিসেবে লোকসভা থেকে রয়েছেন ১৫ জন সদস্য। তার মধ্যে রয়েছেন রাজ্যের সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবও। এছাড়া রাজ্যসভা থেকে ১৩ জন সদস্য রয়েছেন এই কমিটিতে। এই খবরে খুশি রাজ্যবাসী l