Date:

চলতি লোকসভা নির্বাচন সংক্রান্ত তথ্য প্রকাশ নিয়ে অভিযোগ উঠেছিল সম্প্রতি জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে। ভোটপর্ব শেষের বেশ কয়েক দিন পরে প্রথম দু’ফার ভোটের হার বৃদ্ধি নিয়ে দেশ জুড়ে সন্দেহ তৈরি হয়েছিল। এমনকী মামলা হয় সুপ্রিম কোর্টে । এই আবহে পাঁচ দফা ভোটের সম্পূর্ণ তথ্য প্রকাশ করে বিরোধী দলগুলির ‘অপপ্রচারে’র বিরুদ্ধে কড়া জবাব দিল কমিশন। শনিবার পাঁচ দফা ভোটের যাবতীয় সংখ্যাতত্ত্ব প্রকাশ করল নির্বাচন কমিশন। এইসঙ্গে কমিশনের তরফে জানানো হয়, ভোটের তথ্য জানার সম্পূর্ণ অধিকার রয়েছে প্রার্থী এবং ভোটারদের। কমিশন আরও দাবি করে, ভোটের হিসেব দিতে বিন্দুমাত্র দেরি করেনি তারা। প্রত্যেক দফায় সকাল সাড়ে ৯টা থেকে সেই হিসেব কমিশনের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। যদিও কংগ্রেস, তৃণমূল-সহ বিভিন্ন বিরোধী দল কমিশনের এই কাজ নিয়ে সংশয় প্রকাশ করে। প্রশ্ন তোলে নির্বাচন কমিশনের বিশ্বাস যোগ্যতা নিয়ে। সেই আবহে ‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস’ নামে এক সংস্থা সুপ্রিম কোর্টে মামলা করে। বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়েছিল। যদিও শীর্ষ আদালত এই বিষয়ে হস্তক্ষেপ করতে চায়নি। বরং সংস্থার উপর আস্থা রাখতে বলে। এই সঙ্গে মামলা খারিজ করে দেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

মহারানী তুলসিবতি বালিকা বিদ্যালয়ে ৫২ তম রাজ্য স্তরিয় বিজ্ঞান মেলার উদ্বোধন করেন পুর নিগমের মেয়র

মহারানী তুলসিবতি বালিকা বিদ্যালয়ে ৫২ তম রাজ্য স্তরিয় বিজ্ঞান...

টেস্ট কেরিয়ার কার্যত শেষ রোহিত শর্মার!

বলা যায় টেস্ট কেরিয়ার কার্যত শেষ রোহিত শর্মার বলা যায়...

‘পুষ্পা ২’ প্রিমিয়ার কাণ্ডে আল্লু অর্জুনের জামিন, কী কী শর্ত মানতে হবে?

‘পুষ্পা ২’ প্রিমিয়ার কাণ্ডে আল্লু অর্জুনের জামিন, কী কী...

আমেরিকায় জঙ্গি হানায় মৃত বেড়ে ১৫, ইসলামিক স্টেটের ‘লোন উলফ’ জাব্বার ছিল সেনাকর্মী!

আমেরিকায় জঙ্গি হানায় মৃত বেড়ে ১৫, ইসলামিক স্টেটের ‘লোন...