তিপ্রা মথা ও বিজেপি দলের মধ্যে দ্বন্দ্বের বিষয় নিয়ে বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 30 July.তিপ্রা মথা ও বিজেপি দলের মধ্যে দ্বন্দ্বের বিষয় নিয়ে বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। প্রতিক্রিয়ায় তিনি বলেন, আসন্ন এ ডি সি নির্বাচন।নির্বাচনের আর মাত্র ছয়-সাত মাস বাকি। আর এই নির্বাচনকে সামনে রেখে বিজেপি যেমন সম গুরুত্ব দিতে চাইছে, একই ভাবে তিপ্রা মথা দলও নির্বাচনকে সম গুরুত্ব দিয়ে কাজ করছে।এই পরিস্থিতিতে উভয় দল বিভিন্ন ভাবে দ্বন্ধে জড়িয়ে পড়ছে। এখন শুধু সময়ের অপেক্ষা l নির্বাচন হলেই চিত্রটা স্পষ্ট হয়ে যাবে বলে জানান তিনি।