শুক্রবার আগরতলার ভারত সঞ্চার নিগম লিমিটেড ভবনে ত্রিপুরা রাজ্যের সকল টি এ সি মেম্বারদের নিয়ে প্রথম টি এ সি বৈঠক অনুষ্ঠিত হয়।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 04 July.শুক্রবার আগরতলার ভারত সঞ্চার নিগম লিমিটেড ভবনে ত্রিপুরা রাজ্যের সকল টি এ সি মেম্বারদের নিয়ে প্রথম টি এ সি বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব, সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রনব সরকার এবং বি এস এন এলের জি এম সহ আরও অনেকে। বৈঠকে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, রাজ্যে প্রতি তিনমাস বা ছয় মাস পর পর টেলিফোন এডভাইজরি কমিটির মিটিং হয়।রাজ্যে বি এস এন এলের সর্বাঙ্গীণ কাজকর্ম ও আগামী দিনে কি কি কার্য যোজনা রয়েছে তা নিয়ে আলোচনা করা হয়। যেখানে সমস্যা হয়, সেবিষয়ে আলোচনা করা হয়। আর যেই সমস্যা গুলো সমাধান করা যায় না সে গুলো কেন্দ্রীয় সরকারের কাছে হস্তান্তর করা হয় l সেই সমস্যা গুলি কেন্দ্র সমাধান করে বলে তিনি জানান।