২৮শে সেপ্টেম্বর রবিবার ছিল প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠান। ১২৬তম পর্বে দেশবাসীর উদ্দেশ্যে আসন্ন উৎসবের মরসুমে স্বদেশী পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 28th Sept. 2025: 2৮শে সেপ্টেম্বর রবিবার ছিল প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠান।এদিন ‘মন কি বাত’-এর ১২৬তম পর্বে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণে আসন্ন উৎসবের মরসুমে স্বদেশী পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘ভোকাল ফর লোকাল’ হোক আমাদের মূলমন্ত্র এবং উৎসবের আনন্দ হোক দেশীয় উৎপাদনের মর্যাদায় উজ্জ্বল। সামনে একের পর এক উৎসব আসছে এবং বর্তমানে ‘জিএসটি বচত উৎসব’ও চলছে। সেই পরিপ্রেক্ষিতে তিনি দেশবাসীকে দেশীয়ভাবে উৎপাদিত সামগ্রী কেনার সংকল্প নেওয়ার আহ্বান জানান। তাঁর মতে, এ ধরনের সিদ্ধান্ত একদিকে যেমন স্থানীয় শিল্পীদের পরিশ্রমের স্বীকৃতি দেয়, তেমনই একজন যুব উদ্যোগ পতির স্বপ্নকে বাস্তব করে তোলে।প্রধানমন্ত্রী বলেন, উৎসবের সময় পরিচ্ছন্নতা শুধু বাড়ির মধ্যে সীমাবদ্ধ না থেকে রাস্তাঘাট, পাড়া, বাজার এবং গ্রামেও ছড়িয়ে পড়া উচিত। এই সময়ে আমরা দেবীর শক্তির পূজা করি l দেশের কন্যারা এখন শিক্ষা, বিজ্ঞান, ক্রীড়া ও ব্যবসাসহ নানা ক্ষেত্রে নিজের পরিচয় গড়ে তুলেছেন। সেই প্রসঙ্গে তিনি ভারতীয় নৌ-বাহিনীর দুই সাহসী মহিলা অফিসার লেফটেন্যান্ট কমান্ডার দিলনা ও রূপার কথা উল্লেখ করেন, যাঁরা ‘নাবিকা সাগর পরিক্রমা’ অভিযানে আট মাস সমুদ্রে কাটিয়ে বিশ্বের সবচেয়ে নির্জন স্থানে, ‘পয়েন্ট নিমো’-তে ভারতের পতাকা উত্তোলন করেন। তাঁরা নৌকা করে এই স্থানে পৌঁছানো প্রথম ভারতীয়, এশীয় ও প্রথম মানব হিসেবে ইতিহাসে নাম লেখান।মোদী এদিন ঘোষণা করেন, সরকার ছট পূজাকে ইউনেসকোর অদৃশ্য সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করতে কাজ করছে। দুর্গাপুজোর মতই ছট পূজাও আন্তর্জাতিক স্বীকৃতি পেলে বিশ্বের সামনে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে প্রধানমন্ত্রী জানান।
