রাজ্যবাসিকে শারদোৎসবের আন্তরিক শুভেচ্ছা জানালেন রাজ্যের খাদ্য পরিবহন ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 27th Sept. 2025: রাজ্যবাসিকে শারদোৎসবের আন্তরিক শুভেচ্ছা জানালেন রাজ্যের খাদ্য পরিবহন ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। শারদোৎসব উপলক্ষে রাজ্যের জনগণের জন্য রাজ্য সরকারের তরফে উপহার। শারদোৎসবের প্রাক লগ্নে খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের তরফ থেকে দুর্গাপূজা উপলক্ষে সকল রেশন কার্ড ধারীদের বিনামূল্যে রেশন সামগ্রী বিতরণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে শনিবার একথা জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন তিনি সংবাদ মাধ্যমে জানান, গত ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয় যে রাজ্য সরকার এবছরও রাজ্যের সমস্ত রেশন কার্ড ধারীদের বিনামূল্যে সুজি, ময়দা এবং চিনি বিতরণ করবে। বিগত বছরও রাজ্য সরকার রাজ্যবাসিকে শারদোৎসব উপলক্ষে বিনামূল্যে এ সকল খাদ্য সামগ্রী বিতরণ করেছিল। সে দিকে লক্ষ্য রেখে এ বছরও তা ১লা অক্টোবর থেকে পুরো অক্টোবর মাস ব্যাপী বিতরণ করা হবে। এই সময়ের মধ্যে যে কোন দিন রেশন কার্ড ধারিরা তা রেশন শপ থেকে সংগ্রহ করতে পারবেন। শারদোৎসবের প্রাক্কালে খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের তরফ থেকে দুর্গাপূজা উপলক্ষে ৯ লক্ষ ৯০ হাজার রেশন কার্ডধারী পরিবারের মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে সুজি, ময়দা এবং চিনি ৬০০ রেশন শপের মাধ্যমে বিতরণ করার ক্ষেত্রে এ বছর খাদ্য দফতরের কেশ ক্রেডিট একাউণ্ট থেকে এই ব্যয় বহন করা হবে বলেও জানান মন্ত্রী।
