- Agra
‘ঐতিহ্যের শহরে’র ‘তাজ’ জুটল না আগ্রার কপালে, আবেদন নাকচ সুপ্রিম কোর্টে
কোন যুক্তিতে ‘ঐতিহ্যের শহর’ হিসেবে মান্যতা দিল না আদালত?

বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম তাজমহল যে শহরে অবস্থিত, উত্তরপ্রদেশের সেই আগ্রাকে ‘ঐতিহ্যের শহর’ হিসাবে মর্যাদা দেওয়ার প্রস্তাব নাকচ করল সুপ্রিম কোর্ট। শুক্রবার এই সংক্রান্ত জনস্বার্থ মামলা খারিজ করেছে শীর্ষ আদালত। এমন কাণ্ড মেনে নিতে পারছেন না অনেকেই। তাদের যুক্তি, ভারতের ঐতিহ্যময় শিল্প ওই স্থাপত্যের অন্যতম ক্ষেত্র আগ্রা। যা পরিদর্শনে প্রতি বছর গোটা বিশ্বের মানুষ হাজির হয় এই শহরে। প্রশ্ন উঠছে, মুঘল ইতিহাসের অসংখ্য স্মারকে ভরা সেই আগ্রাকে কোন যুক্তিতে ‘ঐতিহ্যের শহর’ হিসেবে মান্যতা দিল না আদালত?