আসন্ন পৌষ সংক্রান্তিকে সামনে রেখে পুনরায় সেজে উঠছে লঙ্কামুড়ার আল্পনা গ্রাম।
আসন্ন পৌষ সংক্রান্তিকে সামনে রেখে পুনরায় সেজে উঠছে লঙ্কামুড়ার আল্পনা গ্রাম। সংস্কার ভারতের উদ্যোগে আলপনা গ্রামকে পুনরায় সাজিয়ে তোলা হচ্ছে বলে জানা গেছে। পৌষ সংক্রান্তি উৎসব উপলক্ষে বসবে দুদিনের মেলাও। এখন চলছে জোর কদমে প্রস্তুতি। মঙ্গলবার আল্পনা গ্রামে গিয়ে ক্যামেরায় ধরা পড়ল সেই ব্যস্ততার চিত্র। মাটির ঘরের দেয়ালে এত সুন্দর করে ছবি এঁকেছে যে কারণে লঙ্কামুড়া গ্রামের নাম হয়েছে আল্পনা গ্রাম। প্রতি বছর পৌষ সংক্রান্তীতে একটা মেলা বসে। এসময় ঘরে ঘরে ওয়ালে বিভিন্ন কাহিনী চিত্র আঁকা হয়। আকার ধরন অকেটা মুঘল রীতি লক্ষ্যনীয় আবার মুর্শিদাবাদ শৈলীর প্রভাব দেখা যায় কখনও কালী ঘাটের পটচিত্রের স্টাইল ফুটে উঠেছে কোন ছবিতে। তবে সেই সব ছবিই বাঙ্গালী ঘরয়ানার ঐতিহ্য বহন করে বলে বলা যায় l