তৃতীয়বার প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার পর মঙ্গলবার প্রথম বারাণসী সফরে নরেন্দ্র মোদি

prasenjit
1 Min Read

তৃতীয়বার প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার পর মঙ্গলবার প্রথম বারাণসী সফরে অন্নদাতাদের মন পেতে পিএম কিষাননিধি প্রকল্পের ১৭তম কিস্তি বরাদ্দ করলেন নরেন্দ্র মোদি ।

নিউজসুবার্তা ডেস্কঃ
আগরতলা  *  আপডেট: ১৮ জুন ২০২৪ 
মঙ্গলবার বারাণসীর সভা থেকে পিএম কিষাননিধি প্রকল্পের ১৭তম কিস্তি বাবদ ২০ হাজার কোটি টাকা বরাদ্দের কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাতে উপকৃত হবেন ৯.২৬ কোটি কৃষক। কেন্দ্রের পরিসংখ্যান বলছে, পিএম কিষাননিধি প্রকল্পের আওতায় এখনও পর্যন্ত দেশের ১১ কোটি কৃষক পরিবার মোট ৩.০৪ লক্ষ কোটি টাকা পেয়েছে। মঙ্গলবার বিশ্বনাথধামের অনুষ্ঠানে স্বনির্ভর গোষ্ঠীর ৩০ হাজার মহিলার জন্য ‘কৃষি সখী’ প্রকল্পের আওতায় শংসাপত্র দেওয়ার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। KSCP প্রকল্প গ্রামীণ অঞ্চলের মহিলাদের স্বনির্ভর করে তুলতে প্রশিক্ষণ দিয়ে থাকে। এই প্রকল্পের একটি শাখা পদ্ধতি হল ‘লাখপতি দিদি’।যোগীরাজ্যের অনুষ্ঠানে তাঁকে সমর্থনের জন্য বারাণসীর অধিবাসীদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তৃতীয়বারের ক্ষমতা আরও মজবুত সিদ্ধান্ত নিতে সাহায্য করবে বিজেপি সরকারকে, দাবি করেন নরেন্দ্র মোদি। অনুষ্ঠানে প্রধামন্ত্রীর ঢালাও প্রশংসা করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যোগীর কথায়, নিজের কাজের জোরে গোটা বিশ্বে ভারতকে নতুন পরিচয় দিয়েছেন নরেন্দ্র মোদি।
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *