টি-২০ বিশ্বকাপের পরেই রাহুল দ্রাবিড়ের মেয়াদ ফুরোচ্ছে। কিন্তু তারপরওজাতীয় দলের কোচের নাম ঘোষণা করবে না বিসিসিআই। টুর্নামেন্টের পরে দুটি সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। সেখানে স্থায়ী কোচ ছাড়াই খেলতে হবে ভারতকে। উল্লেখ্য, মঙ্গলবার থেকেই জল্পনা ছড়ায় যে ভারতীয় দলের কোচ হিসাবে গৌতম গম্ভীরের নাম চূড়ান্ত হয়ে গিয়েছে। কিন্তু বিসিসিআই সূত্রের দাবি, কোচ নিয়োগ নিয়ে তাড়াহুড়ো হবে না।জানা গিয়েছে, বিশ্বকাপের পরে জিম্বাবোয়ে এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ খেলবে টিম ইন্ডিয়া । তবে ওই দুই সিরিজে সিনিয়রদের বিশ্রাম দেওয়া হবে। দলের সঙ্গে যাবেন এনসিএর সিনিয়র কোচরা। কিন্তু ওই সময়ের মধ্যে জাতীয় দলের কোচের নাম ঘোষণা করবে না বিসিসিআই, এমনটাই সূত্রের খবর। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তার কথায়, “জাতীয় দলের কোচের মেয়াদ ফুরিয়ে যাচ্ছে ঠিকই। কিন্তু কোচ নিয়োগের ক্ষেত্রে বোর্ড আরও বেশ কিছুটা সময় নিতে চায়।”তিনি আরও জানিয়েছেন, টি-২০ বিশ্বকাপ শেষ হয়ে গেলেও ক্রিকেটের মধ্যেই থাকবে জাতীয় দল। দুটি সিরিজে সিনিয়ররা বিশ্রাম পাবেন, এনসিএর কোচরা দলের দায়িত্ব নেবেন। তাই কোচ নিয়োগে তাড়াহুড়োর দরকার নেই।