অস্থির বাংলাদেশে অর্থনৈতিক প্রগতি এক প্রকার থমকে গেছে।
অস্থির বাংলাদেশে অর্থনৈতিক প্রগতি এক প্রকার থমকে গেছে। সেই ক্ষেত্রে ভারতের সাথে সুসম্পর্কই সে-দেশের আর্থিক প্রবৃদ্ধিতে ফের গতি আনবে। মঙ্গলবার ভারত-বাংলাদেশের বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন প্রকল্প সম্পর্কে প্রতিক্রিয়ায় একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রীর কথায়, ইন্দো-বাংলা প্রকল্পগুলি বন্ধ হয়নি। বাংলাদেশের অস্থির পরিস্থিতির কারণে তা থমকে গেছে। অস্থিরতা কাটলে আবারও ওই সমস্ত প্রকল্পের অসম্পূর্ণ কাজ শুরু হবে, আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এবিষয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য, বাংলাদেশের সাথে ভারত সরকার প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলেছে। ইন্দো-বাংলা অসম্পূর্ণ প্রকল্পগুলির কাজ পুণরায় শুরু হোক সেটাই চাইছে ভারত। এক্ষেত্রে ভারত ও বাংলাদেশের সম্পর্ক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, তা সময় আসলেই বোঝা যাবে বলে মুখ্যমন্ত্রী জানান। শুধু সময়ের অপেক্ষা বলে তিনি জানান l