বিমান বন্দর , হাসপাতালের পর এবার বিস্ফোরণ এ তাজমহল ওড়ানোর হুমকি এল
বিমান বন্দর , হাসপাতালের পর এবার বিস্ফোরণ এ তাজমহল ওড়ানোর হুমকি এল। দেশের আইকনিক এই সৌধকে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ওড়ানোর হুমকি ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার উত্তর প্রদেশের পর্যটন দপ্তরে ই-মেইল মারফত এই হুমকি পাঠানো হয়। এরপর থেকেই তাজমহলকে এক প্রকার নিরাপত্তার চাঁদরে মুড়ে ফেলা হয়েছে। এব্যাপারে উত্তর প্রদেশের এক পুলিশ আধিকারিক বলেন, ‘পর্যটন দপ্তরে একটি হুমকি ই-মেইল আসে। যেখানে বিস্ফোরণে তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। আগ্রা পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। এনিয়ে তাজগঞ্জ পুলিশ স্টেশনে মামলা দায়ের করা হয়েছে।’ জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা l
Post Views: 56