জামিনের আশা ক্ষীণ কেজরির, আবেদনের শুনানিতে হাই কোর্টেই বল ঠেলল শীর্ষ আদালত
নিম্ন আদালতে জামিন পেয়েও দিল্লি হাই কোর্টের নির্দেশে কেজরির মুক্তি আটকে গিয়েছে।
আবগারি মামলায় শেষ মুহূর্তে দিল্লি হাই কোর্টে জামিন বাতিল হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের । উচ্চ আদালতের ওই নির্দেশের বিরুদ্ধে রবিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন দিল্লির মুখ্যমন্ত্রী। কেজরির আইনজীবী জানিয়েছেন, সোমবারই মামলার শুনানির আর্জি জানিয়েছেন তাঁরা। গত শুক্রবার আপ সমর্থকদের হর্ষ বদলে যায় বিষাদে। বৃহস্পতিবারই নিম্ন আদালত জামিন দিয়েছিল অরবিন্দ কেজরিওয়ালকে । কিন্তু শুক্রবার অরবিন্দ কেজরিওয়ালের মুক্তি আটকাতে তৎপর ইডি দ্বারস্থ হয়েছিল দিল্লি হাই কোর্টের। ইডির আর্জি ছিল, বাতিল করা হোক নিম্ন আদালতের নির্দেশ। শেষ পর্যন্ত সেই মতোই কেজরির জামিনে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছিল হাই কোর্ট। মামলার পরবর্তী শুনানি ধার্য হয় ২৫ জুন। এই অবস্থায় জামিন পেতে মরিয়া দিল্লির মুখ্যমন্ত্রী রবিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন। সোমবারই মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়েছেন কেজিরওয়ালের আইনজীবী।