বিতর্ক যেন পিছু ছাড়ে না। বলিউডের কুইন এখন বিতর্কের রানি হয়ে দাঁড়িয়েছেন। এবারের লোকসভা নির্বাচনে কঙ্গনা রানাউবত বিজেপির প্রার্থী। হিমাচলের মান্ডি থেকে লড়ছেন অভিনেত্রী। মনোনয়ন জমা দেওয়ার সময় প্রার্থীদের সম্পদের তথ্য জমা দেওয়া বাধ্যতামূলক। সেখান থেকেই কঙ্গনা তাঁর ৯১ কোটির বেশি সম্পদ প্রকাশ করেছেন।সম্পদ গুলির মধ্যে রয়েছে ২৮.৭ কোটি টাকার স্থাবর এবং ৬২.৯ কোটি টাকার অস্থাবর সম্পদ। এছাড়াও অভিনেত্রীর ১৭.৩৮ কোটি টাকা ঋণ রয়েছে। এখানেই শেষ নয়, কঙ্গনা প্রায় ৫ কোটির সোনা, ৫০ লাখের রূপো এবং ৩ কোটির ১৪ ক্যারেট হিরের গয়নার মালিক। অভিনেত্রীর জিরাকপুর, চণ্ডীগড়, মানালি (কুল্লু) এবং মুম্বইয়ের বান্দ্রায়ও সম্পত্তি রয়েছে। তার মধ্যে মানালির অ্যাপার্টমেন্টের দাম ৪.৯৭ কোটি। এবং বান্দ্রায় তাঁর সম্পত্তির দাম ২৩.৯৮ কোটি।আরও জানা গিয়েছে, কঙ্গনার ৩.৯১ কোটি টাকার বিএমডব্লু, ২টি মার্সিডিজ বেঞ্জের মত বিলাসবহুল গাড়ি রয়েছে। শেয়ারবাজারে ২১ লাখ টাকা এবং ব্যক্তিগত ঋণ দিয়েছেন ১১ জনকে। শুধু তাই নয়, অভিনেত্রীর কাছে ৫০টি এলআইসি পলিসিও রয়েছে। অভিনেত্রী তাঁর সম্পদের ঘোষণার পরই অসংখ্য নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই তাঁর সম্পত্তির কথা শুনে হতবাক হয়েছেন, বিশেষ করে ৫০ টি এলআইসি পলিসি সম্পর্কে।