এবারের লোকসভা নির্বাচনে কঙ্গনা রানাউবত বিজেপির প্রার্থী।বলিউডের কুইন এখন বিতর্কের রানি হয়ে দাঁড়িয়েছেন।

Date:

বিতর্ক যেন পিছু ছাড়ে না। বলিউডের কুইন এখন বিতর্কের রানি হয়ে দাঁড়িয়েছেন। এবারের লোকসভা নির্বাচনে কঙ্গনা রানাউবত বিজেপির প্রার্থী। হিমাচলের মান্ডি থেকে লড়ছেন অভিনেত্রী। মনোনয়ন জমা দেওয়ার সময় প্রার্থীদের সম্পদের তথ্য জমা দেওয়া বাধ্যতামূলক। সেখান থেকেই কঙ্গনা তাঁর ৯১ কোটির বেশি সম্পদ প্রকাশ করেছেন।সম্পদ গুলির মধ্যে রয়েছে ২৮.৭ কোটি টাকার স্থাবর এবং ৬২.৯ কোটি টাকার অস্থাবর সম্পদ। এছাড়াও অভিনেত্রীর ১৭.৩৮ কোটি টাকা ঋণ রয়েছে। এখানেই শেষ নয়, কঙ্গনা প্রায় ৫ কোটির সোনা, ৫০ লাখের রূপো এবং ৩ কোটির ১৪ ক্যারেট হিরের গয়নার মালিক। অভিনেত্রীর জিরাকপুর, চণ্ডীগড়, মানালি (কুল্লু) এবং মুম্বইয়ের বান্দ্রায়ও সম্পত্তি রয়েছে। তার মধ্যে মানালির অ্যাপার্টমেন্টের দাম ৪.৯৭ কোটি। এবং বান্দ্রায় তাঁর সম্পত্তির দাম ২৩.৯৮ কোটি।আরও জানা গিয়েছে, কঙ্গনার ৩.৯১ কোটি টাকার বিএমডব্লু, ২টি মার্সিডিজ বেঞ্জের মত বিলাসবহুল গাড়ি রয়েছে। শেয়ারবাজারে ২১ লাখ টাকা এবং ব্যক্তিগত ঋণ দিয়েছেন ১১ জনকে। শুধু তাই নয়, অভিনেত্রীর কাছে ৫০টি এলআইসি পলিসিও রয়েছে। অভিনেত্রী তাঁর সম্পদের ঘোষণার পরই অসংখ্য নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই তাঁর সম্পত্তির কথা শুনে হতবাক হয়েছেন, বিশেষ করে ৫০ টি এলআইসি পলিসি সম্পর্কে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

মহারানী তুলসিবতি বালিকা বিদ্যালয়ে ৫২ তম রাজ্য স্তরিয় বিজ্ঞান মেলার উদ্বোধন করেন পুর নিগমের মেয়র

মহারানী তুলসিবতি বালিকা বিদ্যালয়ে ৫২ তম রাজ্য স্তরিয় বিজ্ঞান...

টেস্ট কেরিয়ার কার্যত শেষ রোহিত শর্মার!

বলা যায় টেস্ট কেরিয়ার কার্যত শেষ রোহিত শর্মার বলা যায়...

‘পুষ্পা ২’ প্রিমিয়ার কাণ্ডে আল্লু অর্জুনের জামিন, কী কী শর্ত মানতে হবে?

‘পুষ্পা ২’ প্রিমিয়ার কাণ্ডে আল্লু অর্জুনের জামিন, কী কী...

আমেরিকায় জঙ্গি হানায় মৃত বেড়ে ১৫, ইসলামিক স্টেটের ‘লোন উলফ’ জাব্বার ছিল সেনাকর্মী!

আমেরিকায় জঙ্গি হানায় মৃত বেড়ে ১৫, ইসলামিক স্টেটের ‘লোন...