সোমবার কৃষি মন্ত্রী রতন লাল নাথের উপস্থিতিতে দশ দিনের উন্নত প্রশিক্ষণের জন্য ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট , নয়াদিল্লিতে একটি ব্যাচ পাঠানো হয়।
সোমবার কৃষি মন্ত্রী রতন লাল নাথের উপস্থিতিতে দশ দিনের উন্নত প্রশিক্ষণের জন্য ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট , নয়াদিল্লিতে একটি ব্যাচ পাঠানো হয়। আগরতলা রেল স্টেশন থেকে এদিন এই ব্যাচের কৃষকদের সম্বর্ধনা প্রদান করা হয়। কৃষি মন্ত্রীর উপস্থিতিতে হয় তাদের আগরতলা থেকে দিল্লির উদ্দেশ্যে যাত্রা। জানা গেছে , রাজ্যের কৃষকরা তেসরা মার্চ থেকে ১২ই মার্চ পর্যন্ত দিল্লিতে উন্নত প্রশিক্ষণ নেবেন। এই উপলক্ষে এদিন মন্ত্রী রতন লাল নাথ বলেন, ত্রিপুরা থেকে এই প্রথম দশটি ব্যাচ এবং প্রতিটি ব্যাচে কুড়ি জন করে কৃষককে উন্নত প্রশিক্ষনের জন্য পাঠানো হচ্ছে। দিল্লির ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটে পাঠানো হচ্ছে যা দেশের মধ্যে সেরা। এদিন এরা রাজধানী এক্সপ্রেসে করে রওনা হয়েছেন। সেখানে এরা আট থেকে দশ দিন প্রশিক্ষন নেবেন। সেখানে এরা বিজ্ঞানী, এক্সপার্ট এদের সাথে কথা বলবে। নতুন নতুন প্রজুক্তির সাথে তাদের পরিচয় করানো হবে। রাজ্যে যেহেতু জায়গা কম, তাই অল্প জায়গায় কম সময়ের মধ্যে যাতে উৎপাদিত সামগ্রী পাওয়া যায় সে দিকে গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার।