ত্রিপুরার পর্যটনের উন্নয়নে কেন্দ্র থেকে আরো ১৫০ কোটি টাকা বরাদ্দ করা হবে ত্রিপুরা ট্যুরিজমকে।
ত্রিপুরার পর্যটনের উন্নয়নে কেন্দ্র থেকে আরো ১৫০ কোটি টাকা বরাদ্দ করা হবে ত্রিপুরা ট্যুরিজমকে। সোমবার সামাজিক মাধ্যমে এই বার্তা দিয়েছেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন তিনি সামাজিক মাধ্যমে জানান, সোমবার নয়াদিল্লীতে কেন্দ্রীয় পর্যটন দপ্তরের ক্যাবিনেট মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের সাথে সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাতকালে তিনি রাজ্য সরকারের পর্যটন দপ্তরের চলমান বিভিন্ন কর্মকান্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবগত করিয়ে পর্যটন দপ্তরের তরফ থেকে রাজ্যের পর্যটনের উন্নয়নে কেন্দ্রীয় মন্ত্রীর হাতে ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট তোলে দেন। তখন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী ত্রিপুরা রাজ্যের পর্যটনের উন্নয়নের ক্ষেত্রে সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। এদিন মন্ত্রি সুশান্ত চৌধুরীর সঙ্গে রাজ্য পর্যটন দপ্তরের সচিব ও অধিকর্তা উপস্থিত ছিলেন।