খেলতে গিয়ে কেরোসিন খেয়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হল! ঘটনা বুধবার বিলোনিয়া আইসি নগরে।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক: খেলতে গিয়ে কেরোসিন খেয়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হল! ঘটনা বুধবার বিলোনিয়া আইসি নগরে। এদিন শিশু কন্যা শিবানী দেবনাথ প্রতিবেশির বাড়িতে খেলার সময় কেরোসিন খেয়ে ফেলে। ঘটনা জানার পর সাথে সাথেই প্রথমে বিলোনিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে শান্তিরবাজার হাসপাতালে পাঠানো হলেও শেষে আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হয়। জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর তিনটে নাগাদ মৃত্যু হয় এই ছোট্ট শিশুটি।