রাজ্যের কর্মচারীদের জন্য ৩ শতাংশ মহার্ঘভাতার ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী।
আজ বিধানসভায় অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা শেষ হতেই মুখ্যমন্ত্রী ডাক্তার অধ্যাপক মানিক সাহা বিধানসভায় এ ঘোষণা দেন।
রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য সুখবর । ৩ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। শুক্রবার বিধানসভার অধিবেশনে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা শেষ হতেই মুখ্যমন্ত্রী বিধানসভায় এই ঘোষণা দেন। তিনি বলেন, ত্রিপুরা সরকারের সকল কর্মচারীদের আমরা অতিরিক্ত মহার্ঘ ভাতা ৩ শতাংশ বৃদ্ধির কথা ঘোষণা করছি। পাশাপাশি যারা পেনশনার রয়েছেন তাদেরকেও আমি ৩ শতাংশ ডিয়ারনেস রিলিফ ঘোষণা করছি। তাতে করে বর্তমানে ৩ শতাংশ ডি এ বৃদ্ধি পেয়ে সেটা ৩৩ শতাংশ হয়। ২০২৫ সালের পয়লা এপ্রিল থেকে এটা কার্যকর হবে বলে মুখ্যমন্ত্রী জানান। মুখ্যমন্ত্রীর এই খবরে রাজ্যের কর্মচারী ও পেনসনার মহল খুশি।