পথ দুর্ঘটনায় আহতদের জন্য ক্যাশলেস সুবিধা চালু না করায় সুপ্রিম কোর্টের তোপে মুখে পড়ল মোদি সরকার।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক: পথ দুর্ঘটনায় আহতদের জন্য ক্যাশলেস সুবিধা চালু না করায় সুপ্রিম কোর্টের তোপে মুখে পড়ল মোদি সরকার। কেন সরকার এই প্রকল্প বাস্তবায়িত করতে দেরি করছে? তা জানতে কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রকের সচিবকে তলব করেছে সুপ্রিম কোর্ট।গত ১৪ই মার্চের মধ্যে সড়ক দুর্ঘটনায় আহতদের ক্যাশলেস চিকিৎসার সুবিধা চালু করতে সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট। তবে নির্ধারিত সময়ের মধ্যে তা কার্যকর করেনি কেন্দ্র। এই ঘটনায় রীতিমত ক্ষুব্ধ আদালত জানায়, আদালতের নির্দেশ অমান্য করা গর্হিত অপরাধ। ১৪ই মার্চের সময়সীমা শেষ হয়েছে গিয়েছে। সরকার এখনও এই বিষয়ে কোনও উদ্যোগ নেয়নি। কেন্দ্র কেন নির্দেশ অমান্য করেছে তার ব্যাখ্যা চেয়েছে শীর্ষ আদালত। এই বিষয়ে আগামী ২৮ এপ্রিল কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রকের সচিব-সহ ঊর্ধ্বতন কর্তাদের আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।