দীর্ঘ সময় রোগ ভোগের পর প্রয়াত হলেন পোপ ফ্রান্সিস। মৃত্যুর খবর ঘোষণা করল ভ্যাটিকান।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক: দীর্ঘ সময় রোগ ভোগের পর প্রয়াত হলেন পোপ ফ্রান্সিস। মৃত্যুর খবর ঘোষণা করল ভ্যাটিকান। নিজের বাসভবন কাসা সান্টা মার্টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি। সোমবার সকাল ৭টা ৩৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।প্রসঙ্গত, ২০১৩ সালে বেনেডিক্ট ষষ্ঠদশ পদত্যাগ করার পর রোমান ক্যাথলিক চার্চ, ভ্যাটিকানের পোপ হন ফ্রান্সিস। তিনিই প্রথম ল্যাটিন আমেরিকান পোপ ছিলেন। ১২ বছর পদে ছিলেন পোপ ফ্রান্সিস। তবে বিগত কয়েক মাস ধরেই গুরুতর অসুস্থ ছিলেন পোপ ফ্রান্সিস। একাধিক শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। বহুবার হাসপাতালেও ভর্তি করতে হয় তাঁকে। রবিবারই তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেভি ভান্সের সঙ্গে দেখা করেছিলেন। ইস্টারের বার্তাও দিয়েছিলেন তিনি। হাজার হাজার মানুষ সেই বার্তা শুনতে ভিড় জমিয়েছিলেন।আর্জেন্টিনায় জন্ম গ্রহণ করেছিলেন পোপ ফ্রান্সিস। তাঁর আসল নাম ছিল জর্জ মারিও বেরগগলিও। ৭৬ বছর বয়সে পন্টিফ হিসাবে নির্বাচিত হন তিনি। ৬৫টি দেশে সফর করেছেন তিনি। ৯০০-রও বেশি সন্ন্যাসী তৈরি করেছেন তিনি। পোপ হিসাবে তাঁর যুগান্তকারী সিদ্ধান্তের মধ্যে ছিল সমলিঙ্গ যুগলকে আশীর্বাদ। তিনিই প্রথম ভ্যাটিকানের অফিসে কোনও মহিলাকে নিয়োগ করেছিলেন। তার মৃত্যুতে শোকাহত গোটা বিশ্ব। শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।