২৪ ও ২৫শে মার্চ দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছিল
ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস।
২৪ ও ২৫শে মার্চ দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছিল ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস। শুক্রবার গুরুত্বপূর্ণ বৈঠকের পর ধর্মঘট সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক ও ইন্ডিয়ান ব্যাঙ্কিং অ্যাসোসিয়েশনের সঙ্গে দীর্ঘ আলোচনার পর এই ধর্মঘট আপাতত এক থেকে দুই মাসের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। এরফলে ব্যাঙ্ক পরিষেবা নিয়ে আশঙ্কায় থাকা সাধারণ মানুষের স্বস্তি ফিরেছে। এদিন সকাল থেকেই ইউএফবিইউ-র নেতারা অর্থ মন্ত্রক ও ব্যাঙ্কিং অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন। মূলত সপ্তাহে পাঁচদিন ব্যাঙ্কিং পরিষেবা চালু রাখা, পর্যাপ্ত কর্মী নিয়োগ, অস্থায়ী কর্মীদের স্থায়ী করা—এই দাবি নিয়েই দীর্ঘ আলোচনা চলে। অবশেষে অর্থ মন্ত্রকের তরফে দাবিগুলি পর্যালোচনা করার আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি এপ্রিলের তৃতীয় সপ্তাহে ফের বৈঠক ডাকার কথা জানানো হয়। এরপরই ইউএফবিইউ ঘোষণা করে যে ধর্মঘট আপাতত স্থগিত রাখা হচ্ছে।এরফলে গ্রাহকরা এখন স্বস্তিতে ।