আগাম ঘোষনা ছাড়াই আগরতলা সরকারি ডেন্টাল মেডিক্যাল কলেজ পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা।

News Subarta

আগাম ঘোষনা ছাড়াই শনিবার নিজের কর্ম ব্যস্ততার মধ্যেও আগরতলার অন্যতম প্রধান হাসপাতাল IGM এবং আগরতলা সরকারি ডেন্টাল মেডিক্যাল কলেজ পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা।

নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক:   আগাম ঘোষনা ছাড়াই শনিবার নিজের কর্ম ব্যস্ততার মধ্যেও আগরতলার অন্যতম প্রধান হাসপাতাল IGM এবং আগরতলা সরকারি ডেন্টাল মেডিক্যাল কলেজ পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা। এদিন তিনি পরিদর্শন কালীন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান যে রাজ্যের বহু পুরানো হাসপাতাল IGM হাসপাতাল.। অনেক চাপ আছে। তবে পরিষেবা নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন। সব দিক সরেজমিনে পরিদর্শন করে খোঁজ খবর নেন। পরিষ্কার পরিচ্ছন্নতার উপর যেমন গুরুত্ব দেন তেমনি জানান পরিষেবা আগের থেকে অনেক উন্নত হয়েছে। তিনি জানান কিছু সমস্যা আছে। তবে তা নিরসনে এসব ব্যাপারে খুব শীঘ্রই আলোচনায় বসবেন বলে তিনি আশাস দেন

Share This Article
আমাদের সম্পর্কে সুবার্তা যাত্রা শুরু করেছিল ১২ জানুয়ারি, ২০২০। নিউজ সুবার্তার আত্মপ্রকাশ ঘটেছিল স্বামী বিবেকানন্দের জন্মদিনে দিন। কোনও সংবাদপত্র শক্তি আহরণ করে তার পাঠকবর্গের কাছ থেকে। আর এই পাঠকদের কাছ থেকেই সুবার্তা পেয়েছে তার প্রেরণা। তাঁরাই তো সংবাদপত্রের উচ্চ সমাজের বেশির ভাগ মানুষ ইংরেজি সংবাদপত্র না-পড়ে একটি আঞ্চলিক ভাষার খবরের কাগজ পড়েন, এ-ঘটনা সত্যিই অভিনব। আর কোনও নগরে আমরা এমন ঘটনা দেখতে পাই না। Newssubarta.com বাংলা ভাষায় ত্রিপুরার এক নম্বর নিউজ ওয়েবসাইট। পাঠকসংখ্যা এবং পেজভিউয়ে সর্বোচ্চ এই ওয়েবসাইটের মাসিক গড় পাঠক কয়েক লক্ষ্য । সঠিক, নির্ভরযোগ্য এবং বিশ্লেষণাত্মক খবর দেওয়ায় নিউজ সুবার্তা অনলাইন পাঠকসংখ্যা প্রতি মাসে ক্রমাগত বাড়ছে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও সুবার্তা রয়েছে। ফেসবুক পেজে নজর রাখেন কয়েক লক্ষ নেটাগরিক। টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের এখনই ফলো করেন কয়েক হাজার মানুষ। এই সংখ্যাও প্রতিদিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে। EDITOR IN CHIEF Prasenjit Debnath Agartala Tripura, India 09436580834
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *