আগাম ঘোষনা ছাড়াই শনিবার নিজের কর্ম ব্যস্ততার মধ্যেও আগরতলার অন্যতম প্রধান হাসপাতাল IGM এবং আগরতলা সরকারি ডেন্টাল মেডিক্যাল কলেজ পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক: আগাম ঘোষনা ছাড়াই শনিবার নিজের কর্ম ব্যস্ততার মধ্যেও আগরতলার অন্যতম প্রধান হাসপাতাল IGM এবং আগরতলা সরকারি ডেন্টাল মেডিক্যাল কলেজ পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা। এদিন তিনি পরিদর্শন কালীন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান যে রাজ্যের বহু পুরানো হাসপাতাল IGM হাসপাতাল.। অনেক চাপ আছে। তবে পরিষেবা নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন। সব দিক সরেজমিনে পরিদর্শন করে খোঁজ খবর নেন। পরিষ্কার পরিচ্ছন্নতার উপর যেমন গুরুত্ব দেন তেমনি জানান পরিষেবা আগের থেকে অনেক উন্নত হয়েছে। তিনি জানান কিছু সমস্যা আছে। তবে তা নিরসনে এসব ব্যাপারে খুব শীঘ্রই আলোচনায় বসবেন বলে তিনি আশাস দেন