পয়লা মে ছিল আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস।
“এদিন রাজ্য দপ্তরে দলীয় পতাকা উত্তোলন করেন দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। অন্যদিকে, এদিন CITU রাজ্য দপ্তরে দিনটি পালন করা হয়।”
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক: পয়লা মে ছিল আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস। প্রতি বছরের মত এবছরও দিনটি পালন করা হয় রাজধানির সিপিএম রাজ্য দপ্তরে। সেখানে উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, দলীয় নেতৃত্ব মানিক দে ও রতন ভৌমিক সহ দলের অন্যান্য নেতৃত্বরা। এদিন রাজ্য দপ্তরে দলীয় পতাকা উত্তোলন করেন দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। অন্যদিকে, এদিন CITU রাজ্য দপ্তরে দিনটি পালন করা হয়। উপস্থিত ছিলেন সিট্যুর রাজ্য সম্পাদক মানিক দে ও রাজ্য সভাপতি শংকর প্রসাদ দত্ত সহ অন্যানরা। এদিন দলের রাজ্য সম্পাদক দিনটির গুরুত্ব নিয়ে আলোচনা করেন l