রাজ্যে ফের একবার গুলি কান্ড এর ঘটনা ঘটেছে l প্রকাশ্য দিবালোকে জঙ্গলে গুলিবিদ্ধ হলেন এক পান চাষি ! পরপর ৩টি গুলি লাগে তার শরীরে l রবিবার আমবাসা থানাধীন ধনছড়া এলাকার জঙ্গলে গাছ থেকে পান সংগ্রহ করতে যান সান্থিথাং হালাম । তখন কে বা কারা তার উপর গুলি চালায় বলে অভিযোগ। পরবর্তী সময়ে তাকে নিয়ে আসা হয় ধলাই জেলা হাসপাতালে। সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। এখন সেখানে তার চিকিৎসা চলছে বলে জানা গেছে l