দেশে এখন লোকসভা নির্বাচন চলছে। আর মাত্র সপ্তম দফা বাকি

prasenjit
1 Min Read

দেশে এখন লোকসভা নির্বাচন চলছে। আর মাত্র সপ্তম দফা বাকি। এরই মাঝে নির্বাচনী বিজ্ঞাপন মামলায় শীর্ষ আদালতে ভর্ৎসনার মুখে বিজেপি। তৃণমূলের বিরুদ্ধে আপত্তিকর শব্দ প্রয়োগ করে বিজ্ঞাপন দেওয়ার অভিযোগ তুলে আইনের দ্বারস্থ হয়েছিল পশ্চিমবঙ্গের শাসক শিবির। তা নিয়ে কলকাতা হাই কোর্টে ধাক্কা খেতে হয় বিজেপিকে। হাই কোর্ট স্পষ্ট নির্দেশ দেয়, বিজ্ঞাপন গুলির কোনও বিশ্বাস যোগ্যতা নেই। তা আর সংবাদ মাধ্যমে প্রকাশ করা যাবে না। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করে গেরুয়া শিবির। সোমবার সুপ্রিম কোর্টের অবসরকালীন বেঞ্চে মামলাটি শুনানির জন্য উঠলে বিচারপতিরা তা শুনতেই রাজি হলেন না। বিজেপির উদ্দেশে তাঁদের মন্তব্য, ”এসব বিজ্ঞাপন অন্যকে খাটো করে দেখানো, এতে আপনাদেরই শুধু লাভ হয়।”লোকসভা নির্বাচনের মাঝে পশ্চিম বাংলার শাসক দলের বিরুদ্ধে বেশ কিছু বিজ্ঞাপন দেয় গেরুয়া শিবির। তাতে তৃণমূলের উদ্দেশে এমন কিছু শব্দ প্রয়োগ করা হয়, যা আইনের চোখে Unverified। এনিয়ে তৃণমূল হাই কোর্টে মামলা দায়ের করে।প্রসঙ্গত, গত ২০ মে বিজেপির নির্বাচনী বিজ্ঞাপনের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাই কোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *