অনুপ্রবেশ কারীদের চিহ্নিত করে বিতারনের বিষয়ে নোটিশ ইস্যু করার জন্য প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 07 July.কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ অনুসারে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বিতারনের বিষয়কে কেন্দ্র করে সোমবার অরাজনৈতিক ভাবে একটি মিছিল সংগঠিত করা হয় রাজধানীতে। অনুপ্রবেশ কারীদের চিহ্নিত করে বিতারনের বিষয়ে নোটিশ ইস্যু করার জন্য প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে জমায়েত হয়ে সেখানে একটি সভা শেষে মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। জমায়েত কিংবা মিছিলে অংশগ্রহণ কারীদের হাতে ছিল জাতীয় পতাকা। এই জমায়েতে বক্তব্য রাখতে গিয়ে এ প্রসঙ্গে বিধায়ক রঞ্জিত দেববর্মা তাঁর বক্তব্যে পরিষ্কার ভাবে জানান এই জমায়েত এবং মিছিল জাতীয় পতাকা হাতে নিয়ে করা হয়েছে কারন এটা একটা জাতীয় ইস্যু। দেশ তথা এই রাজ্য থেকেও অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বিতারণ করতে হবে বিশেষ করে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের। কারন অনুপ্রবেশের ফলে দেশের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। সম্প্রতি পেহেলগামে সন্ত্রাসী হামলার পর এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদেরকে দেশে ফেরত পাঠানোর জন্য নির্দেশ জারি হয়।