সরকার থেকে সমর্থন উঠিয়ে নেওয়ার বিষয় নিয়ে শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যাক্ত করলেন এম ডি সি তথা তিপ্রা মথা দলের সুপ্রিমো মহারাজ প্রদ্যুত কিশোর দেব বর্মণ।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 05 July.সরকার থেকে সমর্থন উঠিয়ে নেওয়ার বিষয় নিয়ে শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যাক্ত করলেন এম ডি সি তথা তিপ্রা মথা দলের সুপ্রিমো মহারাজ প্রদ্যুত কিশোর দেব বর্মণ। তিনি জানান, সাংবাদিক সম্মেলনের বিষয়ে তিনি অবগত নন। তিনি বিধায়ক রঞ্জিত দেববর্মার সাথে এবিষয়ে কথা বলবেন এবং সংবাদ মাধ্যমে বলা বিষয়টি তিনি দেখবেন। এদিন মহারাজ জানান , মুখ্যমন্ত্রীর সাথে তাঁর এ বিষয়ে অর্থাৎ ত্রি পক্ষিয় চুক্তির বিষয়ে কথা হয়েছে। মুখ্যমন্ত্রী তাঁকে জানিয়েছেন যে এই বিষয়ে তিনি কথা বলবেন । মহারাজা সাফ জানান যে গ্রামে চুক্তির বিষয়ে তিপ্রাসা জনগণের মধ্যে ফ্রাস্ট্রেশন দেখা দিয়েছে। তাদেরকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সময় দিয়েছেন। এ মাসের শেষের দিকে এই সময় দেওয়া হয়েছে। তাই এই বিষয়ে কথা বলার পরই কিছু বলা যাবে। তবে তিনি জানান যেহেতু মুখ্যমন্ত্রী নিজে কথা দিয়েছেন এ বিষয়ে চিন্তা না করার জন্য তিনি বিষয়টি নিয়ে কথা বলবেন l