RAC আগরতলা সেন্ট্রাল & RAC আগরতলা সিটির যৌথ উদ্যোগে রবিবার স্বেচ্ছায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
আর এ সি আগরতলা সেন্ট্রাল ও আর এ সি আগরতলা সিটির যৌথ উদ্যোগে রবিবার স্বেচ্ছায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।রাজধানীর আনন্দময়ী কালিবাড়িতে রোটারি ক্লাবের ফ্রী ডক্টর ক্লিনিকে হয় এই রক্তদান শিবির। এদিন রক্তদান শিবিরের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার,রোটারি ক্লাব অফ আগরতলা সিটির সভাপতি ডক্টর নিহার রঞ্জন দাস সহ অন্যান্যরা। অনুষ্ঠান শেষে শিবিরটি ঘুরে দেখেন ও রক্তদাতাদের সঙ্গে কথা বলে রক্তদানে উৎসাহিত করেন মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অথিতিরা। পাশাপাশি সকলকে রক্তদানে এগিয়ে আসার আহবান জানান মুখ্যমন্ত্রী।