শনিবার দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয় এক যুবক l এদিন রাজধানীর লিচুবাগান এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে দুই ভাই আহত হয় l আহতরা হলেন সাগ্নিক দত্ত, ১৯ বছর, বাড়ি নরসিংগড় এলাকায় l অপরজন হল বিশ্বজিৎ ঘোষ, ২৫ বছর , বাড়ি নতুন নগর এলাকার। জিবি হাসপাতালে চিকিৎসা চলাকালীন অবস্থায়
বিশ্বজিৎ ঘোষ এর মৃত্যু হয়। এদিকে সাগ্নিক দত্তের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন সে।
শনিবার দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয় এক যুবক l

Leave a Comment