ফের গোপন খবরের ভিত্তিতে আগরতলা রেল স্টেশনে অভিযান চালিয়ে সাফল্য পেল আমতলী থানার পুলিশ। ফের গোপন খবরের ভিত্তিতে আগরতলা রেল স্টেশনে অভিযান চালিয়ে সাফল্য পেল আমতলী থানার পুলিশ। অভিযানে ৯ এমএম পিস্তল এবং দুটি পিস্তলের ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। সাথে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানায় শুক্রবার খবর আসে দুইজন ব্যক্তি অস্ত্রশস্ত্র নিয়ে ধর্মনগর থেকে জনশতাব্দী এক্সপ্রেস করে আগরতলায় আসবে। সেই খবরের ভিত্তিতে পুলিশ এবং জিআরপি উতপেতে বসে থাকেন। সেই সময় সন্দেহভাজন একজন ছেলে ও মেয়েকে আটক করে জোর জিজ্ঞাসাবাদ চালিয়েছে পুলিশ। তাতে তাদের কাছ থেকে অভিযানে ৯ এমএম পিস্তল এবং দুটি পিস্তলের ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। ধৃতরা হলেন, উত্তর মহারানীপুরের বাসিন্দা করণ দের্ববমা এবং প্রিয়া দের্ববমা। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। শনিবার এদের আদালতে হাজির করা হয়।
ফের গোপন খবরের ভিত্তিতে আগরতলা রেল স্টেশনে অভিযান চালিয়ে সাফল্য পেল আমতলী থানার পুলিশ।
Date: