সীমান্ত এলাকায় চোরের তাণ্ডবে অতিষ্ঠ এলাকাবাসী।
সীমান্ত ডিঙিয়ে এসে বাংলাদেশি পাচারকারীরা এই চুরিকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 06 Aug.সীমান্ত এলাকায় চোরের তাণ্ডবে অতিষ্ঠ এলাকাবাসী। সীমান্ত ডিঙিয়ে এসে বাংলাদেশি পাচারকারীরা এই চুরিকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ। মঙ্গলবার গভীর রাতে খোয়াই পহরমুড়া সীমান্ত এলাকা থেকে চারটি উন্নত প্রজাতির গবাদি পশু নিয়ে যায় বাংলাদেশী চোরের দল। পরে সীমান্তরক্ষী এবং পুলিশের চেষ্টায় উদ্ধার হয় দুটি গবাদি পশু।স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে চোরের দলটি কাঁটাতারের বেড়া ডিঙিয়ে পহরমুড়া গ্রামে প্রবেশ করে গরুগুলি নিয়ে পালিয়ে যায়। সকালে গোয়াল খালি দেখে মাথায় হাত পড়ে পরিবারের লোকজনের। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় খোয়াই থানা এবং নিকটবর্তী সীমান্তরক্ষী বাহিনীদের। খবর পেয়েই খোয়াই থানার পুলিশ এবং বিএসএফ জওয়ানরা যৌথভাবে তল্লাশি অভিযানে নামেন। পরে সীমান্ত এলাকা থেকে দুটি গবাদি পশুকে উদ্ধার করা গেলেও আরো দুটি পশুর সন্ধান মেলেনি। এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী l