ডি ওয়াই এফ আই এবং টি ওয়াই এফ এর উদ্যোগে পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হয়।
” নরারুন দেব জানান, রাজ্যে কাজ নেই, কর্ম সংস্থান নেই, জঙ্গল রাজত্ব চলছে। আমরা যে দাবি গুলি করছি তা রাজ্যের ৪০ লক্ষ লোকের স্বার্থেই। “
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক: একই দাবী বার বার । কাজের দাবি, কর্ম সংস্থানের দাবি ও জঙ্গল রাজত্ব অবসান সহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার ডি ওয়াই এফ আই এবং টি ওয়াই এফ এর উদ্যোগে পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। এদিন ডি ওয়াই এফ আই এবং টি ওয়াই এফ সংগঠনের সদস্য-সসস্যারা মিছিল করে জেলা শাসক কার্যালয়ে যায়। এরপর সেখান থেকে এক প্রতিনিধি দল গিয়ে জেলা শাসকের সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ডি ওয়াই এফ আই’র রাজ্য সম্পাদক নরারুন দেব জানান, রাজ্যে কাজ নেই, কর্ম সংস্থান নেই, জঙ্গল রাজত্ব চলছে। আমরা যে দাবি গুলি করছি তা রাজ্যের ৪০ লক্ষ লোকের স্বার্থেই। বর্তমানে নেশায় গোটা রাজ্য ধ্বংস হয়ে যাচ্ছে। মহাকরন থেকে পঞ্চায়েত পর্যন্ত একটা দুর্নীতির প্রতিযোগিতা চলছে । সর্বত্র শুধু দূর্নীতি আর দুর্নীতি বলে তিনি জানান।