গত তিন মাস ধরে কৈলাসহর মহকুমার আশা মাসিক ভাতা প্রদান করা হচ্ছে না।
বকেয়া বেতন পরিশোধের দাবিতে বুধবার ঊনকোটি জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করেন কর্মীরা।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 06 Aug.গত তিন মাস ধরে কৈলাসহর মহকুমার আশা মাসিক ভাতা প্রদান করা হচ্ছে না। বকেয়া বেতন পরিশোধের দাবিতে বুধবার ঊনকোটি জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করেন কর্মীরা। ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন পিয়ালী চক্রবর্তী, শিল্পী দেব, মঞ্জু দেব, ঝুমা দাস সহ আরও অন্যান্যরা। ডেপুটেশন শেষে পিয়ালী চক্রবর্তী জানান, বিগত তিন মাস ধরে আশা কর্মীদের মাসিক ভাতা প্রদান করা হচ্ছে না। অবিলম্বে বকেয়া মাসিক ভাতা সহ প্রতি মাসে নিয়মিত ভাবে ভাতা প্রদান করতে হবে। রাজ্য সরকারের ঘোষিত এক হাজার টাকা প্রতি মাসে প্রদান করতে হবে এবং বকেয়া জমাকৃত টাকা এককালিন মিটিয়ে দিতে হবে। বকেয়া ৩৩ শতাংশ ও একশো শতাংশ ইনসেনটিভ অবিলম্বে প্রদান করতে হবে। কোভিড কালীন সময়ের বকেয়া অতিরিক্ত পারিশ্রমিক সহ স্মার্ট কার্ড এবং আভা কার্ড বিতরনের পারিশ্রমিক অবিলম্বে প্রদান করতে হবে।