রাজ্যের ট্রাফিক প্রশাসনের অকর্মণ্যতা ও গাফিলতির কারণে প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছে যান চালক থেকে শুরু করে যাত্রী সাধারন।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 06 Aug.রাজ্যের ট্রাফিক প্রশাসনের অকর্মণ্যতা ও গাফিলতির কারণে প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছে যান চালক থেকে শুরু করে যাত্রী সাধারন। দিনের বেলায় কাজকর্ম ছেড়ে সম্পূর্ণ কুম্ভকর্ণের নিদ্রায় আছন্ন থাকে ট্রাফিক পুলিশ কর্মীরা। তবে সন্ধ্যা রাতে দল বেঁধে সাধারন মানুষের কাছে থেকে জরিমানা আদায় করে নিজের পকেট ভরার জন্য কাজ করে তারা।অন্যদিকে দিনের বেলায় তারা কুম্ভকর্ণের নিদ্রায় আছন্ন থাকে।প্রায় প্রতিদিনই সকালের দিকে কয়েক ঘণ্টা যানজট লেগে থাকে জিবি হাসপাতালে যাওয়ার পথে ইন্দ্রনগর ব্রিজ এলাকায়।এই যানজটের ফলে সঠিক সময়ে স্কুলে ও অফিসে যেতে পারে না ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অফিস কর্মীরা। অথচ কোনদিনই এখানে ট্রাফিক পুলিশ দেখতে পায়নি সাধারণ মানুষ।এমনটাই অভিযোগ তাদের। প্রতিদিন এখানে যানজট লেগে থাকায় ট্রাফিক পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ সকলে।তারা এখন সেখানে ট্রাফিক পরিষেবার দাবি জানিয়েছে। এখন দেখার দরকার কি পদক্ষেপ নেয় l