সাব্রুম থানার অন্তর্গত রতন মনি এডিসি ভিলেজের সামপাড়া এলাকায় বৃহস্পতিবার ছড়া থেকে উদ্ধার হয় জ্যোতি মালা ত্রিপুরা নামে এক উপজাতি গৃহবধুর মৃতদেহ! ওই গৃহবধুর বয়স আনুমানিক ২৬ বছর। তবে তার স্বামী জানিয়েছে গরু চড়ানোর জন্য গিয়েছিল ওই গৃহবধু । পরবর্তী সময়ে দেখতে পায় ছড়ায় হাঁটু সমান জলে পড়ে রয়েছে জ্যোতি মালা ত্রিপুরার দেহ l সঙ্গে সঙ্গে তার স্বামী সহ এলাকার লোকজন তাকে উদ্ধার করে নিয়ে আসে সাব্রুম মহকুমা হাসপাতালে। সাব্রুম মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করার পর জ্যোতি মালা ত্রিপুরাকে মৃত বলে ঘোষণা করেন। তবে কিভাবে মৃত্যু হল ওই গৃহবধূর তা এখনো জানা যায়নি l ঘটনার তদন্ত নেমেছে পুলিশ।
ছড়া থেকে উদ্ধার হয় জ্যোতি মালা ত্রিপুরা নামে এক উপজাতি গৃহবধুর মৃতদেহ!

Leave a Comment