আজ থেকে কিছুদিন আগে লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী দাবি করেছিলেন, ভোট চুরি নিয়ে ‘অ্যাটম বোমা’ ফাটাবেন তিনি।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 07 Aug.আজ থেকে কিছুদিন আগে লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী দাবি করেছিলেন, ভোট চুরি নিয়ে ‘অ্যাটম বোমা’ ফাটাবেন তিনি। তখন হুঙ্কার ছেড়েছিলেন, নির্বাচন কমিশনের কারচুপির সব সাক্ষ্যপ্রমাণ জনসমক্ষে তুলে ধরবেন। অবশেষে বৃহস্পতিবার সেই ‘তথাকথিত প্রমাণ’ প্রকাশ্যে আনলেন লোকসভার বিরোধী দলনেতা। দিল্লিতে সাংবাদিক বৈঠক করে রাহুল গান্ধী দাবি করলেন, ২০২৪ লোকসভা থেকে নির্বাচন কমিশন ও বিজেপির আঁতাঁতের মাধ্যমে বিরাট ভোট জালিয়াতি চলছে।রাহুল দাবি করলেন, বিজেপির আমলে প্রতিষ্ঠান বিরোধিতার মত বাস্তবও ভুল প্রমাণিত হচ্ছে। ওপিনিয়ন পোল, এক্সিট পোল-সব মিথ্যা হয়ে যাচ্ছে। তাঁর অভিযোগ, ক্ষমতায় থাকার জন্য ২০২৪ লোকসভা নির্বাচনে ২৫টি আসনে ভোট চুরি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ২৫টি কেন্দ্রেই হারজিতের ব্যবধান ৩৩ হাজারের কম। লোকসভার বিরোধী দলনেতার দাবি, সেই ২০২৩ সাল থেকেই কমিশনের ভূমিকা নিয়ে সংশয় ছিল কংগ্রেসের অন্দরে। কিন্তু এতদিন চেষ্টা করেও প্রমাণ মিলছিল না বলে রাহুল গান্ধী জানান।