বিশ্রামগঞ্জ কাণ্ডে গ্রেফতার সুকুমার বণিক!
চলন্ত বাসে মহিলা যাত্রীর শ্লীলতাহানির অভিযোগে তাকে গ্রেফতার করেছে বিশালগড় মহিলা থানার পুলিশ!!
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 07 Aug.ঘটনার পরদিন রাতে বিশ্রামগঞ্জ কাণ্ডে গ্রেফতার করা হল সুকুমার বণিক নামে এক ব্যক্তিকে।গত মঙ্গলবার রাতে চলন্ত বাসে এক উপজাতি যুবতির শ্লীলতাহানির অভিযোগে তাকে গ্রেফতার করেছে বিশালগড় মহিলা থানার পুলিশ।রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার নির্দেশে দ্রুত বিশ্রামগঞ্জ কাণ্ডে গ্রেফতার করা হয় সুকুমার বণিককে।সিপাহীজলা জেলার প্রশাসন ও ক্রাইম ব্রাঞ্চ বুধবার গভীর রাতে তাকে গ্রেফতার করে। জানা যায়, অভিযুক্তের বাড়ি বিশালগড় মহকুমার চন্দ্রনগর এলাকায়।বৃহস্পতিবার দুপুরে পুলিশ রিমান্ড চেয়ে তাকে বিশালগড় মহিলা থানা থেকে বিশালগড় মহকুমা আদালতে হাজির করা হয়।