নমো যুব বাইক যাত্রা ২০২৪ কর্মসূচির সূচনা হয় বুধবার সাব্রুমে।
নমো যুব বাইক যাত্রা ২০২৪ কর্মসূচির সূচনা হয় বুধবার সাব্রুমে। সাত দিন ব্যাপী প্রদেশ যুব মোর্চার উদ্যোগে আয়োজিত নমো যুব বাইক যাত্রাটি সাব্রুম থেকে ধর্মনগরে যাবে। এদিন দুপুরে সাব্রুম মৈত্রী সেতু সংলগ্ন স্থান থেকে শুরু হয় সাত দিন ব্যাপী প্রদেশ যুব মোর্চার নমো যুব বাইক যাত্রা। এই যাত্রা হবে সাব্রুম থেকে ধর্মনগর পর্যন্ত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্জ । এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব, প্রদেশ সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, মনু বিধানসভার বিধায়ক মাইলাফ্রু মগ, দক্ষিণ জেলার বিজেপি সভাপতি শংকর রায় ও দক্ষিণ জেলা যুব মোর্চার সভাপতি বিপুল ভৌমিক সহ অন্যান্য নেতৃবৃন্দরা। এদিন প্রদীপ প্রজ্বলন ও সবুজ পতাকা নাড়িয়ে সাত দিন ব্যাপী বাইক যাত্রার সূচনা করেন সাংসদ সহ উপস্থিত অথিতিরা। যুব বাইক যাত্রায় যুবাদের উপস্থিতি নজর কাড়ে সকলের l