ফের একবার সামাজিক অবক্ষয়ের বেহালাপনার চিত্র প্রকাশ্যে এল সোনামুড়ায়।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 9th Oct. 2025: ফের একবার সামাজিক অবক্ষয়ের বেহালাপনার চিত্র প্রকাশ্যে এল সোনামুড়ায়। বৃহস্পতিবার সোনামুরা মহকুমার পশ্চিম দুর্লভ নারায়ন অমলকী মুড়ায় শশুরের হাতে আক্রান্ত হল শাশুড়ি ও পুত্রবধূ। পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। শশুর নুরুল ইসলাম তার স্ত্রী খুসনেহারা বেগম এবং তার পুত্রবধূ সালমা আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি ভাবে কুপাতে থাকেন।ঘটনার পর ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত খুসনেহেরা বেগম ও সালমা আক্তারকে উদ্ধার করে মেলাঘর হাসপাতালে নিয়ে যায়। তাদের অবস্থা এতটাই গুরুতর যে শেষ পর্যন্ত মেলাঘর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাদের আগরতলা জিবি হাসপাতালে রেফার করেন। এদিকে ঘাতক স্বামী নুরুল ইসলাম পলাতক বলে জানা গিয়েছে।এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে যায় সোনামুড়া থানার পুলিশ। ঘটনার তদন্ত করছে পুলিশ l
