গোটা দেশে এখন রাম মন্দির নিয়ে চর্চা চলছে l
অযোধ্যার রামমন্দিরের আদলে রামমন্দির ও রামের রথ তৈরি করলেন রাজ্যের যুব শিল্পী l আগামী 22 শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন উপলক্ষ্যে সারা দেশেই আনন্দের জোয়ার বইছে l সাধারন মানুষ থেকে শিল্পী সবাই এই আবেগের স্রোতে সামিল হয়েছেন। আসন্ন রাম মন্দিরের উদ্বোধনকে সামনে রেখে রাম মন্দিরের আদলে রাম মন্দির এবং শ্রীরামের রথ তৈরি করলেন রাজ্যের শিল্পী বিজয় দেবনাথ l আগরতলার পূর্ব চানমারি এলাকার বাসিন্দা সে।নিজের নির্মাণ নিয়ে যুবক শিল্পী বিজয় দেবনাথ জানিয়েছেন,থারমোকল ,বাঁশ এবং কাগজ দিয়ে এই দুটি সুদৃশ্য শিল্পকর্ম তৈরি করেছেন ।শিল্পকর্ম দুটি তৈরি করতে তার যথাক্রমে পাঁচদিন এবং তিনদিন সময় লেগেছে বলে জানান শিল্পী বিজয় দেবনাথ ।তার অভিমত এই দুটি শিল্পকর্ম ভগবান রামকে উৎসর্গ করেছেন তিনি ।
অযোধ্যার রামমন্দিরের আদলে রামমন্দির ও রামের রথ তৈরি করলেন রাজ্যের যুব শিল্পী l

আমাদের সম্পর্কে
সুবার্তা যাত্রা শুরু করেছিল ১২ জানুয়ারি, ২০২০। নিউজ সুবার্তার আত্মপ্রকাশ ঘটেছিল স্বামী বিবেকানন্দের জন্মদিনে দিন।
কোনও সংবাদপত্র শক্তি আহরণ করে তার পাঠকবর্গের কাছ থেকে। আর এই পাঠকদের কাছ থেকেই সুবার্তা পেয়েছে তার প্রেরণা। তাঁরাই তো সংবাদপত্রের উচ্চ সমাজের বেশির ভাগ মানুষ ইংরেজি সংবাদপত্র না-পড়ে একটি আঞ্চলিক ভাষার খবরের কাগজ পড়েন, এ-ঘটনা সত্যিই অভিনব। আর কোনও নগরে আমরা এমন ঘটনা দেখতে পাই না।
Newssubarta.com বাংলা ভাষায় ত্রিপুরার এক নম্বর নিউজ ওয়েবসাইট। পাঠকসংখ্যা এবং পেজভিউয়ে সর্বোচ্চ এই ওয়েবসাইটের মাসিক গড় পাঠক কয়েক লক্ষ্য । সঠিক, নির্ভরযোগ্য এবং বিশ্লেষণাত্মক খবর দেওয়ায় নিউজ সুবার্তা অনলাইন পাঠকসংখ্যা প্রতি মাসে ক্রমাগত বাড়ছে।
সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও সুবার্তা রয়েছে। ফেসবুক পেজে নজর রাখেন কয়েক লক্ষ নেটাগরিক। টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের এখনই ফলো করেন কয়েক হাজার মানুষ। এই সংখ্যাও প্রতিদিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে।
EDITOR IN CHIEF
Prasenjit Debnath
Agartala Tripura, India
09436580834
Leave a Comment