ধর্মনগর সাব-জেল পলায়ন কাণ্ডে গ্রেফতার সাজাপ্রাপ্ত আসামী রহিম আলীকে তিন দিনের পুলিশ রিমান্ড শেষে সোমবার ফের আদালতে তোলা হয়।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 13th Oct. 2025: ধর্মনগর সাব-জেল পলায়ন কাণ্ডে গ্রেফতার সাজাপ্রাপ্ত আসামী রহিম আলীকে তিন দিনের পুলিশ রিমান্ড শেষে সোমবার ফের আদালতে তোলা হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটনের পর আদালতের নির্দেশে তাকে পুনরায় আগামী ১৬ই অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে পাঠানো হয়েছে। উল্লেখ্য,দুর্গাপূজার নবমীর ভোরে কালিকাপুরস্থিত ধর্মনগর সাব-জেল থেকে মোট ছয়জন সাজাপ্রাপ্ত আসামী পলায়ন করে। ঘটনার পরই নড়েচড়ে বসে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ। এখন পর্যন্ত পুলিশ আব্দুল পাত্তা, নারায়ণ দত্ত ও রহিম আলীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে l তবে এখনো তিনজন আসামী পলাতক রয়েছে।পলাতক আসামীদের ধরতে জোরদার তল্লাশি অভিযান চলছে। এদিকে, সাব-জেলের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে। সাময়িক বরখাস্ত করা হয়েছে ছয়জন জেল কর্মীকে। সরকার পক্ষের আইনজীবী বিশ্বজিৎ দাস জানান,সোমবার আদালতে রহিম আলীর পাশাপাশি একই মামলায় অভিযুক্ত হানু মিয়াকেও তোলা হয়। আদালতের নির্দেশে হানু মিয়াকে তিন দিনের জেল হাজতে পাঠানো হয়েছে। পলায়ন করা বাকি আসামীদেরও আগামী ১৬ অক্টোবর একত্রে আদালতে পেশ করা হবে।
