বহি:রাজ্যের চারজন নেশাকারবারিকে আটক করার পাশাপাশি ৪ কেজি ১৫০ গ্রাম গাঁজা এবং ২০০ এসকফের বোতল বাজেয়াপ্ত করেছে পুলিশ।
ফের গোপন সংবাদের ভিত্তিতে বহি:রাজ্যের চারজন নেশাকারবারিকে আটক করার পাশাপাশি ৪ কেজি ১৫০ গ্রাম গাঁজা এবং ২০০ এসকফের বোতল বাজেয়াপ্ত করেছে পুলিশ। এবিষয়ে জিআরপি থানার ওসি তাপস দাস বুধবার জানান, মঙ্গলবার আগরতলা রেলস্টেশন থেকে গাঁজা পাচারকালে তিনজনকে আটক করা হয়েছে। ধৃতদের মধ্যে দুইজন মহিলা রয়েছেন। তারা অনেক দিন ধরে অল্প অল্প করে বহি:রাজ্যে গাঁজা পাচার করছেন বলে অভিযোগ। মঙ্গলবার আগরতলা রেল স্টেশন থেকে তাদেরকে আটক করা হয়েছে। ধৃতরা হল আসামের বাসিন্দা পূজা দেবী, এবং বিহারের বাসিন্দা রেশমি কুমারী এবং পরেশ কুমার। তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে মোট ৪ কেজি ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য আনুমানিক ৪৮ হাজার টাকা হবে বলে জানান তিনি।