ধর্মঘটকে ঘিরে গতকাল কমলপুরে সংঘাতে আহত ব্যক্তিদের জিবি হাসপাতালে দেখতে যান বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 24th Oct. 2025: ত্রিপুরা সিভিল সোসাইটি আয়োজিত ধর্মঘটকে ঘিরে বৃহস্পতিবার কমলপুরে সংঘাতে আহত ব্যক্তিদের জিবি হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের জিবি হাসপাতালে নিয়ে আসার পর দেখতে যান বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। পাশাপাশি টিসিএস কর্মচারী সংগঠনের নেতৃত্বরাও এদিন জিবি হাসপাতালে যায়। বিডিও অভিজিৎ মজুমদার, ইঞ্জিনিয়ার অনিমেষ সাহা ও সুব্রত পাল নামে একজনকে জিবি হাসপাতালে আনা হয়েছে চিকিৎসার জন্য। গতকাল ঘটে যাওয়া ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিজেপি সাংসদ তথা দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য।এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, এই রাজ্যে উন্নয়ন করতে হবে।স্বাধীনতার পর থেকে এই রাজ্যে জনজাতিদের বিকাশের জন্য কয়টা দল আন্দোলন করেছে। জনজাতিদেরকে শিক্ষার আলো থেকে পিছিয়ে রাখা। কেন আমরা তো দেখেছি এই রাজ্যে তাবড় তাবড় নেতা থেকে শুরু করে জনজাতি মুখ্যমন্ত্রী পর্যন্ত হয়েছিল। তারা শিক্ষার জন্য কি ব্যবস্থা করেছে। আমাদের সরকার আসার পর আমাদের মূল কাজ হল জনজাতিদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করা। সেক্ষেত্রে জনজাতিরা কেন পিছিয়ে থাকবে বলে সাংসদ জানান।
