হাসপাতালেই প্রসব করা শিশুটিকে মেরে ব্যাগ ঢুকিয়ে পালিয়ে যাচ্ছিল পিতা ।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 16 Aug. 2025: এক গর্ভবতী মহিলা ডাক্তার দেখানোর জন্য জিবি হাসপাতালে এসেছিলেন শনিবার সকালে। কিন্তু হাসপাতালের বাথরুমে মহিলা সন্তান প্রসব করেন। পরে হাসপাতালের বেসরকারি নিরাপত্তা রক্ষীরা দেখেন মহিলার স্বামী শিশুটিকে ব্যাগ ঢুকিয়ে বেরিয়ে যাচ্ছেন। তখন তাকে আটক করা হয়। সাথে সাথে পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে। ঘটনার বিবরণে জানা গেছে, মোহনপুর মহকুমার কলকলিয়া এলাকার নিপু দাস তাঁর স্ত্রীকে ডাক্তার দেখানোর জন্য জিবি হাসপাতালে এসেছিলেন। কিন্তু ডাক্তার দেখানোর আগেই হাসপাতালের বাথরুমে মহিলা পুত্র সন্তান প্রসব করেন। পরবর্তী সময়ে মহিলা প্লাসেন্টা নিয়ে ডাক্তার দেখাতে গেলে তাঁকে বাচ্চার কথা জিজ্ঞাসা করা হলে সে কোনো উত্তর দেয় নি।ওই সময় হাসপাতালের নিরাপত্তা কর্মীরা নিপু দাসকে একটি বাজারের ব্যাগে করে বাচ্চা নিয়ে বেরিয়ে যেতে দেখতে পান। সাথে সাথে তাঁরা নিপু দাসকে আটক করে এবং পুলিশকে খবর দিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃত শিশুর দেহ উদ্ধার করে।এ-বিষয়ে অভিযুক্ত নিপু দাস বলেন, গতকাল রাতে দাঁত ব্যাথার ওষুধ খেয়েছিলেন তাঁর স্ত্রী। তারপর থেকেই স্ত্রী ব্যাথা শুরু হয়। আজ সকালে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা কিছু পরীক্ষা নিরীক্ষা করার জন্য বলেছিলেন তাঁদের। কিন্তু তাঁর আগেই বাথরুমে তাঁর স্ত্রী ছেলে সন্তান প্রসব করেন। তাঁর স্ত্রী ওই তাঁকে বাচ্চা ব্যাগে করে বাইরে নিয়ে যেতে বলেছিলেন তিনি জানান ।
