অবশেষে সুপ্রিম স্বস্তি পেল নির্বাচন কমিশন। বুথ ভিত্তিক ভোটদানের হার প্রকাশ করার হাত থেকে রেহাই দেশের শীর্ষ আদালত। কমিশনের ওয়েবসাইটে প্রতিটি বুথের ভোটদানের পরিসংখ্যান প্রকাশ করার নির্দেশ দিল না সুপ্রিম কোর্ট।শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপচি সতীশচন্দ্র শর্মার অবসরকালীন বেঞ্চ জানিয়েছে, পাঁচ দফার ভোটগ্রহণ সম্পন্ন। আর মাত্র দু’দফা বাকি। এই অবস্থায় প্রতিটি বুথের ভোটের হারের তথ্। কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দিলে, কমিশনের পক্ষে প্রয়োজনীয় লোকবর জোগাড় করা সমস্যাজনক হয়ে দাঁড়াবে।বিচারপতি দীপঙ্কর দত্ত বলেন, ‘আমাদের বাস্তব পরিস্থিতির কথা মাথায় রাখতে হবে। নির্বাচনের মধ্যে কমিশনের ঘাড়ে অতিরিক্ত বোঝা চাপানো ঠিক হবে না। তাও আবার ভোটের মাঝপথে। এটি নির্বাচন প্রক্রিয়া চালানোর ক্ষেত্রে চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে।’ উল্লেখ্য, বুথভিত্তিক ভোটের হার প্রকাশের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস। সেই আবেদনের প্রেক্ষিতে শুক্রবার মামলার শুনানিতে এমনটাই জানিয়েছে শীর্ষ আদালতের অবসরকালীন বেঞ্চ।