বিজেপির সদস্যতা অভিযান কর্মসূচি
বিজেপির সদস্যতা অভিযান কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার ৮ বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ২০ নং ওয়ার্ড এলাকায় ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক তথা মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, মন্ডল সভাপতি সঞ্জয় সাহা ও কাউন্সিলর রত্না দত্ত সহ অন্যান্যরা। এদিন মুখ্যমন্ত্রী নিজ হাতে ২০ নং ওয়ার্ডের অন্তর্গত বেশ কয়েকজনের সদস্য পদ গ্রহন করান। মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি’র দ্বিতীয় পর্যায়ে সদস্যতা অভিযান চলছে। এই পর্যায়ে সময়সীমা বাড়িয়ে আগামী ১৫ই নভেম্বর পর্যন্ত করা হয়েছে। সেক্ষেত্রে আমরা সব জায়গায় দেখছি যে, মানুষ বিজেপি দলে যোগদান করতে উৎসাহী বলে তিনি জানান।