আজ তৃতীয়বার প্রধানমন্ত্রীর কুরসিতে মোদি
কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে পঞ্চাশ জনেরও বেশি সাংসদের শপথ গ্রহণের সম্ভাবনা।
আজ, রবিবার সন্ধেয় প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয়বার শপথ গ্রহণ করবেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। তাঁর সঙ্গেই কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে পঞ্চাশ জনেরও বেশি সাংসদের শপথ গ্রহণের সম্ভাবনা।
রাষ্ট্রপতি ভবন মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তায়। এদিন সকালেই বিদায়ী প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে নিয়ে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে পৌঁছে যান মোদি। সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। রাজঘাটেও শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।সন্ধে সোয়া সাতটায় রাষ্ট্রপতি ভবনে প্রাঙ্গণে শপথ নেবেন মোদি। সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে প্রায় ৫০ জনের শপথ নেওয়ার কথা। সূত্রের খবর এর মধ্যে এনডিএ-র ১৪টি শরিক দলের ১৮ থেকে ২০ জন সাংসদ থাকতে পারেন। মন্ত্রিসভায় এবার বিজেপির সদস্য সংখ্যা কমছে। জানা গিয়েছে, ইতিমধ্যে নীতীন গড়কড়ি, অ্রর্জুন মেঘওয়ালদের কাছে শপথ গ্রহণের জন্য ফোন গিয়েছে। ফোন পেয়েছেন নীতীশ কুমার ও চন্দ্রবাবু নায়ডুর দলের একাধিক নেতার কাছে। এমনকী, আরএলডির চিরাগ পাসোয়ানের কাছেও ফোন গিয়েছে বলে সূত্রের খবর।